বাংলার শোয়েব আফতাব নিটে প্রথম। তার আসল বাড়ি হাওড়ার ধুলাগড়ে। বাবার কর্মসূত্রে তার থাকা ও পড়াশোনা রাউরকেল্লায়। সে কোটার অ্যালেন ইনস্টিটিউট থেকে নিট পরীক্ষায় কোচিং নিয়েছে। বাংলার ছেলে শোয়েব আফতাব নিটের ইতিহাসে বিরল নজিরও তৈরি করেছে। পরীক্ষায় তার একটি নাম্বারও কাটা যায়নি। ৭২০ এর মধ্যে ৭২০ পেয়েছে শোয়েব আফতাব। তার বয়স মাত্র ১৮। তার সাফল্যে তার বাবা-মা খুবই গর্বিত, সঙ্গে রাজ্যবাসীও।
বিস্তারিত বিবরণ পেতে চোখ রাখুন www.puberkalom.com-এ।
একটি মন্তব্য পোস্ট করুন