আইপিএলের মঞ্চে ধোনির দলকে হারিয়েই ধোনির জার্সি উপহার পেলেন ইংল্যান্ডের অন্যতম সেরা উইকেট রক্ষক জস বাটলার। মহেন্দ্র সিং ধোনির প্রতি বাটলারের ভালবাসার কথা কারও অজানা নয়। বিভিন্ন সাক্ষাৎকারে সে কথা বারবার বলেছেন তিনি। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত ব্যাটিং করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলকে জয় এনে দেন বাটলার। ৪৮ বলে ৭০ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরাও হন তিনি।
সেই দিনটাকে আরও বিশেষ করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই অধিনায়ক তার সাত নম্বর জার্সি উপহার দিলেন বাটলারকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। এর আগে চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেও একটি জার্সি উপহার পেয়েছিলেন রাজস্থান রয়্যালসের রাহুল তেওয়াটিয়া।
একটি মন্তব্য পোস্ট করুন