পুবের কলম প্রতিবেদক: প্রায় চারবছর টানাপোড়েনের পর বুধবার কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট খারিজ করল কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তোলেন তৎকালীন তৃণমূল বিধায়ক এবং বর্তমানে সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র অভিযোগ তোলেন, একটি ন্যাশনাল নিউজ চ্যানেলে আলোচনাসভা চলাকালীন কেন্দ্রীয়মন্ত্রী তাঁর সম্মানহানি করেছেন।
এই অভিযোগে, মহুয়া মিত্র সেসময় কলকাতা পুলিশে একটি অভিযোগও দায়ের করেন। এরপর আইনি লড়াই চলতে থাকে। কলকাতা পুলিশ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আলিপুর আদালতে একটি চার্জশিট পেশ করে। এরপরেই কলকাতা হাইকোর্টে বাবুল সুপ্রিয় পালটা মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট এ দিন পুলিশের জমা দেওয়া সেই চার্জশিট খারিজ করে দেয়। বাবুল সুপ্রিয় বলেছেন, সত্যের জয় হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন