পুবের কলম প্রতিবেদকঃ অনুমোদনহীন মাদ্রাসাগুলিকে অনুমোদন দেওয়ার দাবিতে আলোচনা সভা করল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। রবিবার কলকাতায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন বহু অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক ও মঞ্চের সমর্থকরা। সংগঠনের বক্তব্য, ১০ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার। তবুও এখন সেই উদ্যোগ নেওয়া হয়নি। তবে রাজ্য সরকার ২৩৪টি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে। এতে শিক্ষক মহল কৃতজ্ঞ।
তবে বাকী মাদ্রাসাগুলি যাতে অনুমোদন দেওয়া হয়, তার জন্য আগামী ১৭ নভেম্বর চেতলা পার্কে মিছিল করবে অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষকরা। এই দাবিতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও মাদ্রাসা দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার কাছে ডেপুটেশন দেওয়া হবে। মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানান, এই মাদ্রাসাগুলির অনুমোদনের প্রয়োজন। রাজ্য সরকার যাতে সেই উদ্যোগ নেয় তার জন্য মিছিলের পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন