দেবশ্রী মজুমদার, শান্তি নিকেতন: শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে মোবাইল ছিনতাই ও শারীরিক নিগ্রহের ঘটনার জেরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেন তারা নিউজের সাংবাদিক ইন্দ্রজিৎ রায়। ওই এফ আই আর যাতে খারিজ হয়ে যায় এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে উপাচার্যের হয়ে শওয়াল পেশ করেন আইনজীবী জয়ন্ত নারায়ন চট্টোপাধ্যায়। কিন্তু ঘটনার গুরুত্বের প্রেক্ষিতে ওই রিট পিটিশন খারিজ করে পুলিশকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেন বিচারক শিবকান্ত প্রসাদ। এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন শাশ্বত গোপাল মুখোপাধ্যায় ও অভিযোগকারী ইন্দ্রজিত রায়ের আইনজীবী ছিলেন সঞ্জীব দাঁ। কলকাতা হাইকোর্ট ইন্দ্রজিৎ রায়ের মোবাইল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ঘটনাস্থলে মজুদ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন পুলিশকে।
একটি মন্তব্য পোস্ট করুন