কৌশিক সালুই, বীরভূম: ফের জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূমের ১৪ নং জাতীয় সড়কের ডেউচা দ্বারকা নদীর ব্রিজে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় অভাব এই ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভাঙা অংশে মেরামতির কাজ শুরু হয়েছে বলে দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের। পণ্যবাহী ভারী যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ বাজার থানার ডেউচার দ্বারকা নদীর উপর সেতুতে ফাটল দেখা গিয়েছে। এদিন সকাল থেকেই পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ওই রাস্তার উপর। মল্লারপুর সাঁইথিয়া হয়ে সেই সমস্ত গাড়ি চলাচল করছে। যদিও ছোট গাড়ি বা যাত্রীবাহী বাস চলাচল করছে সেতুর ওপর দিয়ে। উত্তরবঙ্গের সঙ্গে রাঢ় বঙ্গের যোগাযোগের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেতু। এছাড়া সামরিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ এর মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন