সংবাদ সংস্থা, জলপাইগুড়ি: আপনারা ৫–১০ কেজি ওজোনের বোয়াল মাছ দেখেছেন। কখনও কি দেখেছেন ১৫ ওজোনের বোয়াল মাছ? দেখা যায়, তবে খুব বেশি নয়। এবার জলপাইগুড়ির তিস্তা নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১৫ কেজি ওজোনের এক অতিকায় বোয়াল মাছ। রবিবার তা বিক্রির জন্য জলপাইগুড়ি স্টেশন বাজারে নিয়ে আসে তারা। সেখানে মাছটি ৬০০ টাকা দরে এক খুচরো ব্যবসায়ীকে বিক্রি করে। মাছ ব্যবসায়ী বিশ্বনাথ রায় জানান যে, তিনি মাছটি কেজি প্রতি ৮০০-১০০০ টাকা বিক্রি করছেন। এদিকে অতিকায় এই বোয়াল মাছ দেখতে বাজারে ভিড় জমান ক্রেতা ও দর্শকরা।
একটি মন্তব্য পোস্ট করুন