পুবের কলম প্রতিবেদক: আইপিএলে শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে আট উইকেটে হারানোর পরে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা কুইন্টন ডি'কক জানিয়ে দিলেন, তারা এখনই প্লে-অফ নিয়ে চিন্তা ভাবনা করছেন না। 'ম্যাচ বাই ম্যাচ' নিয়েই ভাবছেন। প্রসঙ্গত, এই দিনের জয়ের পরে আট ম্যাচে ১২ পয়েন্ত নিয়ে লিগ টেবিলে সবার ওপরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার নাইটদের বিরুদ্ধে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন ডি'কক।
ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এই প্রোটিয়াস তারকা বলেন, 'এই ম্যাচের (কেকেআরের বিরুদ্ধে) আগে আমরা বিশেষ কিছু পরিকল্পনা করিনি। আমরা জানি, নিজেদের শক্তিশালী দিক কোনটা। এবং আমাদের এক্সপিরিয়েন্সও রয়েছে যথেষ্ট। লক্ষ্য থাকে, মাঠে সেগুলোকে যেন ঠিকঠাক যেন প্রয়োগ করা যায়।" এরই সঙ্গে ডি'ককের সংযোজন, "আমরা এখনও প্লে-অফের প্রস্তুতি শুরু করেনি। ম্যাচ বাই ম্যাচ নিয়েই ভাবছি। যাই ঘটুক না কেন, আমরা সহজ থাকার চেষ্টা করি। নিজেদের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করি। প্লে অফ খেলব কি না, সেটা আমাদের হাতে নেই। কিন্তু ভাল ক্রিকেট খেলাটা আমাদের হতে রয়েছে।"
একটি মন্তব্য পোস্ট করুন