পুবের কলম প্রতিবেদক: এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার রাতে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। ওই রাতেই দিলীপবাবুকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার হাসপাতাল সূত্রে খবর, তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক। তাঁর অবস্থাও এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
একটি মন্তব্য পোস্ট করুন