দেবশ্রী মজুমদার, রামপুরহাট: শিক্ষক মানুষ গড়ার কারিগর। শুধু তাতেই সীমাবদ্ধ নন। তাঁর দায়বদ্ধতা অনেক। সেই দায়বদ্ধতা থেকেই শিক্ষক অঞ্জন মুখোপাধ্যায় বিভিন্ন গ্রাম ও রামুপারহাট শহরের বিভিন্ন ওয়ার্ডে ছুটে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে। অঞ্জন বাবু রামপুরহাট রেলওয়ে আদর্শ বিদ্যালয়ের ইংরেজি ভাষার শিক্ষক। তাঁর কথা মনে করিয়ে দেয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথা-
"মানুষ বড় কাঁদছে,
তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,
মানুষই ফাঁদ পাতছে,
তুমি পাখির মতো পাশে দাঁড়াও,
মানুষ বড় একলা,
তুমি তাহার পাশে এসে দাঁড়াও"।
শিক্ষক অঞ্জন মুখোপাধ্যায় বলেন, আমি আমার সাধ্য মত মানুষের পাশে দাঁড়াবো, পরম করুনাময় যেন আমায় সেই আশীর্বাদ করেন। এদিন ব্যক্তিগত উদ্যোগে রামপুরহাটের বনহাট পঞ্চায়েতের চিতুরি মাঠপাড়া ক্যানেল মোড়ে মহিলা পুরুষ মিলে ৫৫-৬০ জনকে বস্ত্র দান করেন তিনি। মাত্র সাত দিন আগেও একই ভাবে ৫০ জনকে একইভাবে বস্ত্র দান করেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন