ম্যাচ শুরুর আগের দিন হঠাৎ জানা যায়, করোনায় আক্রান্ত দলের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।ফলে উয়েফা নেশন্স লিগের ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামে দল। যদিও রোনাল্ডোকে ছাড়াই জয় পেয়েছে পর্তুগাল। সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি টিম পর্তুগালকে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই এক গোলে এগিয়ে যায় পর্তুগাল। দিয়াগো জতার অ্যাসিস্টে গোল করেন বার্নার্দো সিলভা। প্রথমার্দের শেষদিকে লিড ডাবল করেন জতা। ম্যাচে ফেরার চেষ্টায় ব্যর্থ হয় সুইডেন। উল্টো আরও একটি গোল হজম করে বসে সুইডেন। ম্যাচের ৭২ মিনিটে জোড়া গোল পূরণ করেন জতা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
একটি মন্তব্য পোস্ট করুন