নয়াদিল্লি, ১৩ অক্টোবরঃ সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি বি লোকুর সোমবার বলেন, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ‘রাষ্ট্রদ্রোহ’ আইনের অপব্যবহার করা হচ্ছে। মতপ্রকাশের সাহস দেূাতে যারা সক্ষম তাদের স্বাধীনতাকে প্রভাবিত করতে খুবই খারাপভাবে ‘আইনের ব্যবহার এবং অপব্যবহারের ককটেল’কে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার এবং ইন্টারনেটে সম্পূর্ণ নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি।
‘আমাদের মৌলিক অধিকারের রক্ষা ও সংরক্ষণ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার’ বিষয়ক ২০২০ বীজী বর্গীজ স্মৃতি বক্তৃতায় তাঁর এই অভিমত ব্যক্ত করেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল মিডিয়া ফাউন্ডেশন। লোকুর বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতায় আঘাত করার সবচেয়ে খারাপ পন্থা হল রাষ্ট্রদ্রোহীর তকমা লাগানো।’ উল্লেখ্য, ১২ জানুয়ারি, ২০১৮ সালে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে যে চার বিচারপতি সাংবাদিক সম্মেলন করেছিলেন তাঁদের একজন ছিলেন বি লোকুর।
একটি মন্তব্য পোস্ট করুন