ওটাওয়া, ১৫ অক্টোবর: উইঘুর ও হংকং ইস্যুতে চিনকে তুলোধোনা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার চিন ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে বলেন, হংকংয়ে চিনা দমন নীতি এবং আভ্যন্তরীণভাবে উইঘুর মুসলিমদের আটকে রাখার পালটা প্রতিক্রিয়া রয়েছে। ট্রুডোর মতে, চিনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে কানাডা। শিনজিয়াংয়ে উইঘুর নির্যাতনের বিষয়ে ট্রুডো বলেন, চিনের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা মিত্রদের সঙ্গে কাজ করতে চাই।
চিনে দুই কানাডিয়ান নাগরিককে নির্বিচারে আটক রাখা নিয়েও মুখ খুলেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। তাঁর মতে, বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি তার নিজের কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় কারোর জন্যই ইতিবাচক নয়। উল্লেখ্য, ২০১৮ সালে কানাডার সঙ্গে চিনের সম্পর্কে চিড় ধরে। সেই বছরের ডিসেম্বরে আমেরিকার অনুরোধে চিনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সিএফও মেং ওয়ানজৌকে গ্রেফতার করে অটোয়া। সেসময় অভিযোগ উঠেছিল, হুয়াওয়ে তার ব্যবহারকারীদের তথ্য চিনের কমিউনিস্ট পার্টির হাতে তুলে দেয়।
একটি মন্তব্য পোস্ট করুন