পুবের কলম প্রতিবেদক: ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের কে শ্রীকান্ত। এদিন প্রথম রাউন্ডের ম্যাচে স্ট্রেট গেমে তিনি হারালেন ইংল্যান্ডের টবি পেন্টীকে। বিশ্বের প্রাক্তন এক নাম্বার শ্রীকান্ত ৩৭ মিনিট লড়াইয়ের পরে, ম্যাচ জিতে নেন ২১-১২, ২১-১৮। প্রসঙ্গত, করোনা মহামারীর প্রকোপে সাত মাস বন্ধ থাকার পরে, এই ডেনমার্ক ওপেনের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।
এদিন প্রথম গেমটি দাপটের সঙ্গে জিতে নেন শ্রীকান্ত। দ্বিতীয় গেমে টবি কিছুটা লড়াইযে ফেরার চেষ্টা করেন। কিন্তু ছন্দ পেয়ে যাওয়া শ্রীকান্তকে আটকানো যায়নি। ২১-১৮ গেমটি জিতে, ম্যাচের ফোয়সলা করে দেন এই ভারতীয়। প্রতিযোগিতার পঞ্চম বাছাই শ্রীকান্ত পরের রাউন্ডে খেলবেন স্বদেশীয় শুভঙ্কর দে অথবা কানাডার জেসন অ্যান্টনির বিরুদ্ধে।
একটি মন্তব্য পোস্ট করুন