ওয়াশিংটন, ২০ অক্টোবর: ডেমোক্র্যাট পার্টির ভারতীয় বংশোদ্ভুত সেনেটর এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের ভাইঝি হলেন মিনা হ্যারিস। সম্প্রতি তিনি দুর্গা ঠাকুরের মুখের একটি ছবিতে কমলার ছবি বসিয়ে পোস্ট করেছিলেন টু্ইটারে। এরপরই শুরু হয় সমালোচনা। দুর্গারূপী কমলাকে দেখে আপত্তি তুলেছিলেন মার্কিন হিন্দু সমাজের পদস্থ সদস্যরা। এবার হিন্দু সোসাইটির তরফে কমলার ভাইঝি মিনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হল।
হিন্দু সমাজ এ নিয়ে আপত্তি তোলার পরই অবশ্য মিনা তাঁর টু্ইটার অ্যাকাউন্ট থেকে কমলার ছবিটি ডিলিট করে দিয়েছেন। মিনা তাঁর পেশাদার জীবনে একজন আইনজীবী এবং একটি শিশু বইয়ের লেখক। ওম্যান অ্যাকশন ক্যাম্পেইন নামক একটি সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতাও হলেন মিনা হ্যারিস। হিন্দু-আমেরিকান ফাউন্ডেশনের সদস্য সুহাগ এ শুকলা টু্ইট করে মিনার উদ্দেশ্যে লেখেন, ‘মা দুর্গার ক্যারিকেচার বানিয়ে টু্ইট করে আপনি বিশ্বের বহু ধার্মিক হিন্দুকেই ক্ষুব্ধ করে তুলেছেন।’ মিনা হ্যারিসের সেই টুইটের পর থেকেই হিন্দু আমেরিকান কমিউনিটি যেকোনও ধর্মীয় চিহ্ন বা সংকেত ব্যবহারে গাইডলাইন প্রকাশ করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন