পুবের কলম প্রতিবেদক: বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০টি স্টাম্প আউট করার কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তানের কামরান আকমল। পাকিস্তানে ন্যাশনাল টি ২০ কাপে, সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছেন কামরান। প্রতিযোগিতায় মঙ্গলবার সাউদারন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে এই নজির গড়লেন তিনি।
পাকিস্তান ক্রিকেতের তরফ থেকে টুইট করা হয়েছে, ‘‘বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে টি ২০ ক্রিকেটে ১০০ স্টাম্পিং করার কৃত্বিত আর্জন করার জন্যে কামরান আকমলকে অনেক অভিনন্দন।’’
টি ২০ ক্রিকেটে সবথেকে বেশি স্টাম্প আউট করার ক্ষেত্রে ২ নম্বরে রয়েছেন ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। এই ফরম্যাটে তিনি ৮৪টি স্টাম্পিং করেছেন। এই তালিকায় তিনে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন কুমার সাঙ্গাকারা (৬০টি)। এবং তারপরে রয়েছেন যথাক্রমে ভারতের দীনেশ কার্তিক (৫৯টি) এবং আফগানিস্তানের মুহাম্মদ শেহজাদ (৫২ টি)।
একটি মন্তব্য পোস্ট করুন