নয়াদিল্লি, ১৭ অক্টোবরঃ এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি প্রক্রিয়া আগামী মাস থেকে বদলে যাচ্ছে। ১ নভেম্বর গ্যাস সিলিন্ডার পেতে প্রয়োজন পড়বে ওটিপি-র । সূত্রের খবর, তেল কোম্পানিগুলি গ্যাস চুরি রুখতে এবং উপভোক্তাদের পরিচয় সুনিশ্চিত করতে এই নতুন নিয়ম চালু করতে চলেছে। এর নাম দেওয়া হয়েছে, ডেলিভারি অথেনটিসিটি কোড (ডিএসি)।
প্রাথমিকভাবে ১০০টি স্মার্টশহরে চালু করা হবে এই পদ্ধতি। সম্প্রতি, রাজস্থানের রাজধানী জয়পুরে এই পদ্ধতিতে গ্যাস ডেলিভারির পাইলট প্রকল্প শুরু হয়েছে। নতুন পদ্ধতি অনুসারে সিলিন্ডার বুকিং-এর পর গ্রাহকের রেজিস্ট্রার্ডমোবাইলে একটি কোড নম্বর পাঠানো হবে। গ্যাস ডেলিভারি নেওয়ার সময় ওই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বরটি দেখালে তবেই গ্যাস ডেলিভারি পাওয়া যাবে। যদি উপভোক্তার মোবাইল নম্বর আপডেট না থাকে তাহলে ডেলিভারি বয় অ্যাপের মাধ্যমে আপডেট করবে এবং কোডটি জেনারেট করবে। এই ব্যবস্থা চালু হলে অসুবিধা হবে তাদের যারা মোবাইল নম্বর বা ঠিকানা ভুল দেবে। এই পদ্ধতি কমার্শিয়াল সিলিন্ডারের ক্ষেত্রে লাগু হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন