এবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারিন। নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে তাঁকে শেষ ম্যাচে খেলায়নি টিম কেকেআর।তাঁর মতো একজন তারকা ক্রিকেটার দলে না থাকাটা সম সময়ের জন্য চাপের বিষয়। আর সেটা প্রমাণিত হয়েছে শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ খেলায়।ম্যাচটি হেরে বসে দীনেশ কার্তিকের দল।যদিও কেভিন পিটারসেন মনে করেন, ক্যারিবিয়ান এই স্পিন বোলিং অলরাউন্ডারের অনুপস্থিতিতে নাইট দলটির খুব বেশি ক্ষতি হবে না। চলতি আইপিএলে নারিন ৬ ম্যাচে ব্যাট হাতে ৪৪ রান করেছেন।
বল হাতে ৮.০৯ ইকোনমিতে নিয়েছেন পাঁচ উইকেট। কোনো বিভাগেই নিজের খেলার ছাপ রাখতে পারেননি।তাই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নারিনের দলে না থাকা নিয়ে খুব একটা চিন্তিত নন। এ ব্যাপারে আইপিএলের ধারাভাষ্যকার পিটারসেন বলেন, 'যদি সত্যি বলি, তাহলে আমার মনে হয় না, সুনীল নারিনের অনুপস্থিতি খুব বড় ক্ষতি হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। আন্দ্রে রাসেল এমন একজন, যাকে নিয়ে দলের মিটিংয়ে সময় ব্যয় করা যায়। যখন সে বোলিং করে, প্রতিপক্ষকে ভাবতে হয়। যখন ব্যাটিং করে, তখনও চিন্তা করতে হয়। একই প্রতিক্রিয়া থাকে যখন সে ফিল্ডিং করে।'
একটি মন্তব্য পোস্ট করুন