পুবের কলম প্রতিবেদক: মানুষ হিসাবে জন্ম নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানুষের পরিচয় নিহিত থাকে। তাই সমাজসেবার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল ফারিস্তে মিশন ফাউন্ডেশনের খিদিরপুরে এক স্বাস্থ্য-পরীক্ষা শিবিরে অতিথির ভাষণে এমনই আহ্বান জানান দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। ওই শিবিরে আড়াশো মানুষের স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করা হয়। একইসঙ্গে আরও ৭০ জনের চক্ষু পরীক্ষার ব্যবস্থা হয়। শুধু তাই নয়, ডাক্তারদের পরামর্শমতো সবাইকে বিনামূল্যে ঔষধও প্রদান করে ফারিস্তে মিশন ফাউন্ডেশন। অতিথি হিসাবে মালা রায় ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী কার্তিক বন্দ্যোপাধ্যায়, সায়নদেব চট্টোপাধ্যায়, গুলাম আশরাফ, নিলুফা প্রমুখ।
এ দিন মালা রায় বলেন, মানুষের সেবা সবাইকেই করতে হবে। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তৃণমূল কংগ্রেস সেবার মতো কাজেই বিশ্বাস রাখে। তাই এমন উদ্যোগের পাশে আগামী দিনেও তিনি থাকবেন। করোনা আবহে স্বাস্থ্য-পরীক্ষা শিবিরের প্রশংসাও করেন তিনি। করোনা পরিস্থিতিতে তাঁর নিরলস কাজের জন্য মালা রায়কে সংবর্ধিত করা হয়। অন্যদিকে, এক প্রশ্নের জবাবে আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি ডা মুহাম্মদ সালামুদ্দিন বলেন, তাঁরা প্রথমবার এই ধরনের স্বাস্থ্য-পরীক্ষা শিবির করলেন। আগামী দিনেও রক্তদানের মতো কর্মসূচি গ্রহণ করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন