প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ৪-১ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথমে পিছিয়ে পড়া ম্যান ইউ শেষ ১০ মিনিটে করে ৩ গোল। খেলার ২ মিনিটে আত্মঘাতি গোলের সুবাদে এগিয়ে যায় নিউক্যাসল। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাদা-কালো শিবির। ম্যাচের ২৪ মিনিটে হ্যারি ম্যাগুইয়ার গোলে সমতায় ফেরে ম্যান ইউ। এরপর ব্যবধান বাড়াতে আক্রমণের ধার বাড়ায় ওলে গানার সোশ্যায়ারের শিষ্যরা। প্রথমার্ধে আর গোল করতে না পারলেও শেষ ১০ মিনিটে ব্রুনো ফার্নান্দেস, অ্যারোন ওয়ান-বিসাকা ও মার্কস রাশফোর্ডের গোলে বড় জয়ে মাঠ ছাড়ে রেড-ডেভিলসরা।
একটি মন্তব্য পোস্ট করুন