পুবের কলম, শ্রীনগরঃ অবশেষে মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। মঙ্গলবার রাতে মেহবুবাকে ‘গৃহবন্দি’ অবস্থা থেকে মুক্তি দেয় জম্মু-কাশ্মীর প্রশাসন। গতবছর ৫ আগস্ট আটক করা হয়েছিল মেহবুবাকে। চলতি বছরের সেপ্টেম্বরেই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে প্রশ্ন করেছিল, ‘আর কতদিন মেহবুবা মুফতিকে বন্দি করে রাূা হবে?’ শুধু তাই নয়, মেহবুবার মুক্তির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য আদালত কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে দু’সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল।
আদালত বলেছিল, মেহবুবাকে রেহাই দেওয়া হবে নাকি তাঁর বন্দিদশা আরও এক বছর বাড়ানো হবে তা নিয়ে দু’সপ্তাহর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র ও উপত্যকা প্রশাসনকে। সুপ্রিম কোর্টের দেওয়া দু’সপ্তাহর সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই মেহবুবাকে মুক্তি দিল জম্মু-কাশ্মীর প্রশাসন। মেহবুবার রেহাই প্রসঙ্গে তাঁর মেয়ে ইলতিজা মুফতি টুইট করেন, মায়ের বেআইনি আটক করে রাূার সময়সীমা শেষপর্যন্ত সমাপ্ত হল। এই কঠিন সময়ে যাঁরা আমাদের সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ্ সবাইকে রক্ষা করুন। উল্লেখ্য, গত বছর জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা তুলে দেয় মোদি সরকার। তারপরেই মেহবুবাসহ কাশ্মীরের একাধিক নেতা-নেত্রীকে গৃহবন্দি করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন