পুবের কলম প্রতিবেদক: জমে উঠেছে চলতি আইপিএল। দলগুলোর পারফরম্যান্সের বিশ্লেষণ করছেন ক্রিকেট এক্সপার্ট থেকে শুরু করে সাধারণ দর্শকেরা। এরই মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিত আগারকার মনে করছেন, এবার মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটাল এবং কলকাতা নাইট রাইডার্স প্লে-অফ খেলবে। প্রসঙ্গত, এই মুহূর্তে লিগ টেবিলের প্রথম দুটি স্থান দখল করে রয়েছে মুম্বাই এবং দিল্লি। নাইটরা রয়েছে চার নম্বরে।
স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে আগারকার বলেন, 'প্রতিযোগিতায় চড়াই উৎরাই রয়েছে। অনেক ম্যাচ খুব 'ক্লোজ ফিনিশ' হয়েছে। তবে, ফর্মের বিচারে মুম্বাই এবং দিল্লি পরিষ্কার ফেবারিট। আমার মনে হয়, এই টিম দুটোই প্লে- অফ খেলবে। এক্ষেত্রে কেকেআর আমার তৃতীয় পছন্দের টিম।" তা হলে, প্লে অফ-এর চতুর্থ টিম কারা হতে পারে? এই প্রশ্নের উত্তরে দেশের এই প্রাক্তন ক্রিকেটার বলেন,"আমার মতে, চতুর্থ টিম হতে চলেছে রাজস্থান রয়্যালস অথবা সান রাইজার্স হায়দরাবাদের মধ্যে একটি। চেন্নাই সুপার কিংসের নামও মাথায় এসেছিল। কিন্তূ এখন ধোনিদের থেকে এই টিম দুটি এখন কিছুটা হলেও ভালো খেলছে।'
একটি মন্তব্য পোস্ট করুন