নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ গোলে হারিয়ে দিল ব্রাজিল।শেষ দিকে ঝলসে উঠলেও পেরুর বিপক্ষে শুরুটা ভালো ছিল না তাদের। ৬ মিনিটে তাদেরই ভুলে এগিয়ে যায় পেরু। আন্দ্রে কারিলো দারুণ এক ভলিতে এগিয়ে নেন দলকে। যদিও ব্রাজিল ম্যাচে সমতা ফিরিয়েছে ২৮ মিনিটে। পেরুর ফাউল থেকে পাওয়া স্পট কিকের সুবাদে গোলটি করেছেন নেইমার। বিশ্বকাপ বাছাই পর্বে কখনই ব্রাজিলকে হারাতে পারেনি পেরু।
কিন্তু ৫৯ মিনিটে আবারও তারা ব্যবধান বাড়িয়ে নিলে চিন্তার ভাঁজ পড়ে যায় ব্রাজিল শিবিরে। পেরুর হয়ে দ্বিতীয় গোলটি করেছেন রেনাতো তাপিয়া। এই ভুলের জবাব ব্রাজিল দিয়ে দিয়েছে ৫ মিনিট পরই। ৬৪ মিনিটে নেইমারের কর্নার থেকে গোল করেন রিচার্লিসন। তৃতীয় গোল পেতে আবারও অবদান রাখেন পিএসজি তারকা। ৮৩ মিনিটে আরও একটি স্পট কিক থেকে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার। এর পর পেরুর কার্লোস জামব্রানো ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে যোগ হওয়া সময়ে (৯০+৪ মিনিট) কেরিয়ারের ৬৪তম গোলটি করেন নেইমার। গোলের হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন নেইমার। ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডোকে (৬২ গোল) পিছনে ফেলে ব্রাজিলের সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে অবস্থান করছেন নেইমার। শীর্ষে পেলে (৭৭)।
একটি মন্তব্য পোস্ট করুন