পুবের কলম প্রতিবেদক: করোনা আবহে ইউজিসি ও রাজ্যের টানাপোড়েনে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের পরীক্ষা পিছিয়ে যায়। অবশেষে পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়। সেই সব পরীক্ষা শেষ হয়েছে। এবার স্নাতকোত্তরের বিভিন্ন কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দুই বছরের এম.এ, এম.এসসি, এম.কম, এম.এড, এল.এল.এম, ইন্টিগ্রেটেড বি.লিব বা লাইব্রেরি সায়েন্স, এম.টেক কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। নভেম্বর মাসের দুই তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক। আরও বিস্তারিত তথ্য পরে ওয়েবসাইটে দেওয়া হবে। তাই আগ্রহী প্রার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন