আবারও এক বিধ্বংসী ব্যাটসম্যান পেল টিম পাকিস্তান। সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তান টি-২০ দলে ডাক পেয়েছেন তরুণ বিধ্বংসী ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক। সদ্য সমাপ্ত পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপে অসাধারণ ব্যাটিং করেছিলেন ২০ বছর বয়সী এই তরুণ। ঘরোয়া টি-২০তে অসাধারণ পারফরমেন্সের পুরস্কার পেলেন তিনি। উদ্বোধনী ম্যাচেই সাউদার্ন পঞ্জাবের বিপক্ষে করলেন দুর্দান্ত সেঞ্চুরি।
৫৮ বলে খেলা সেই সেঞ্চুরিতে সেন্ট্রাল পঞ্জাবকে অসাধারণ এক জয় এনে দেন। ১১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মারেন আমির ইয়ামিন, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ ইলিয়াস কিংবা হুসাইন তালাতদের। পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলে খেলা তরুণ এই ব্যাটসম্যানের গত মরশুমের কায়েদ-ই আজম ট্রফিতে অভিষেক হয় প্রথম শ্রেণির ক্রিকেটে। সেন্ট্রাল পঞ্জাবের হয়ে অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরি করে বসেন এই তরুণ ব্যাটসম্যানটি। করেছিলেন ১৩৩ রান। একই সঙ্গে ন্যাশনাল টি-২০ কাপের প্রথম ম্যাচে সেঞ্চুরি, পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেনি এবং টি-২০ অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন