এ বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। যদিও করোনার কারণে তা পিছিয়ে গিয়েছে ২০২২ সালে। ২০২১ টি-২০ বিশ্বকাপ সূচি অনুযায়ী আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতেই আয়োজিত হচ্ছে। সেখানে যোগ দেওয়ার জন্য আইসিসিকে সামনের জানুয়ারির মধ্যে পাকিস্তান ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।বিষয়টি পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান নিশ্চিত করেছেন। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলতি এফটিপিতে কোন দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। এমনকি ২০২৩ সালে আইসিসির এফটিপিতেও দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।
ভিসা নিয়ে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, 'এটা আইসিসির বিষয়। আমরা আমাদের চিন্তার বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি। বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার কিছু নিয়ম আছে। যেমন অংশগ্রহণকারী দলগুলোকে আয়োজক দেশ ভিসা দেবে, থাকা-খাওয়া ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। পাকিস্তান ওই দলগুলোরই মধ্যে একটি। ভারতকে তাই আমাদের ক্রিকেটারদের ভিসা দিতেই হবে। ভিসা বিষয়ে আমরা আইসিসির থেকে নিশ্চয়তা চেয়েছি।' আইসিসি বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে। পাকিস্তানের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তারা তাই ভারতে যেতে পারবেন কিনা সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা পিসিবির।
একটি মন্তব্য পোস্ট করুন