পুবের কলম: আজমগড় মদ কেনার জন্য টাকা দিতে অস্বীকার করার দরুণ প্রাণ খোয়াতে হল এক পুরোহিতকে। ঘটনার কেন্দ্রস্থল সেই উত্তরপ্রদেশ। জানা গিয়েছে, শনিবার রাতে পাশের গ্রাম থেকে আজমগড়ের গুলাউর গ্রামে ফিরছিলেন এক পুরোহিত। সে সময় এক মদ্যপ ব্যক্তি মদ কেনার জন্য প্রথমে টাকা চায়। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন পুরোহিত রামচন্দ্র দাস (৮০)। তারপর আক্রামণের মুখে পড়েন তিনি। পরে হাসপাতালে তিনি মারা যান। রবিবার এ ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ।
পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত অসংলগ্ন অবস্থায় প্রথমে টাকা চায়। পুরোহিত যখন তা দিতে অস্বীকার করেন, তখন লাঠি দিয়ে তাঁকে মারতে থাকেন অভিযুক্ত এবং সেখান থেকে পালিয়ে যান। আহত পুরোহিতকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, রবিবার সেখানেই তিনি মারা যান। এ দিকে ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বিক্ষুব্ধ লোকজন আজমগড়-গোরখপুর রোড অবরোধ করেন। এ নিয়ে পুলিশের সিনিয়র সুপার ইনটেডেন্ট সুধীর কুমার সিং বলেন, শনিবারেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তাঁকে জেলে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন