পুবের কলম প্রতিবেদক: প্রকাশিত হল 'উদার আকাশ ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৭। উদ্বোধন করলেন বাংলার প্রখ্যাত লেখক ও পুরাণ-রামায়ণ-মহাভারত-গবেষক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। একটি অনাড়ম্বর অনুষ্ঠানে লেখক তাঁর ঢাকুড়িয়ার বাসভনে এই পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিখ্যাত লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর হাতে উদার আকাশ ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৭ তুলে দিলেন সম্পাদক ফারুক আহমেদ ও সহ সম্পাদক মৌসুমী বিশ্বাস। দুই বাংলার উল্লেখযোগ্য লেখকদের সঙ্গে নতুন প্রতিভাবানদের লেখা সযত্নে দু'মলাটের মধ্যে ধরে প্রকাশিত হয়েছে উনিশ বছরের ঐতিহ্যশালী উদার আকাশ পত্রিকাটি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদার আকাশ পত্রিকার সহ সম্পাদক মৌসুমী বিশ্বাস, রাইসা নূর।
একটি মন্তব্য পোস্ট করুন