ওয়াশিংটন, ১৬ অক্টোবরঃ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ১৯৬৬ সালে একটা রকেট পাঠিয়েছিল চাঁদের মাটিতে। সেটা ব্যর্থ হলেও দীর্ঘ ৫৪ বছর তার কোনও হদিশ পাওয়া যায়নি। এতবছর পর সেটা পৃথিবীর কক্ষপথে এসে পড়ায় অনেকে একে গ্রহাণু বলে ভেবেছিলেন। কেউবা ভেবেছিলেন কক্ষপথে ঢুকে পড়েছে ক্ষুদ্রাকার আরেকটি চাঁদ। ১৫ ফেব্রুয়ারি টেলিস্কোপেও ধরা পড়েছিল এটা। তখন অনেকেই বলেছিলেন, ওটা গ্রহাণু অথবা বামন চাঁদ। ২০০৬ সালে আরএইচ-১২০ নামে এক গ্রহাণু কিছুদিনের জন্য কক্ষপথে ঢুকে পড়ে পৃথিবীকে প্রদক্ষিণও করেছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নাসা জানাল এটা মহাজাগতিক কিছু নয়। সম্ভবত, ১৯৬৬ সালে মহাশূন্যে গিয়ে না ফেরা বুস্টার রকেট।
একটি মন্তব্য পোস্ট করুন