দেবশ্রী মজুমদার, তারাপীঠ: বহু মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে। তাই শিয়ালদহ - রামপুরহাট ট্রেন চলাচলের জন্য পূর্ব রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কে চিঠি দিয়ে আবেদন জানালো তারাপীঠের তারামাতা সেবায়েত সংঘ।
এব্যাপারে সেবায়েত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, তারাপীঠ মন্দিরের উপর নির্ভরশীল এলাকার মানুষ। ট্রেন চলাচল না করায় হোটেল, রেস্তোরাঁ ও লজ এবং সমস্ত ব্যবসা বন্ধ থাকায় সব শ্রেণীর মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে। তাই পূর্ব রেলওয়ে অধিকর্তার কাছে আমরা আবেদন জানিয়েছি শিয়ালদহ - রামপুরহাট ট্রেন চলাচল সার্ভিস শুরু করার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন