ক্যাম্প ন্যুতে শুরু হতে চলা মরশুমের প্রথম এল ক্লাসিকোতে খেলার জন্য নিজেকে ফিট প্রমাণ করেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও র্যামোস। চোটের কারণে ম্যাচটি মিস করবে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।
গত শনিবার নবাগত কাদিজের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে বিরতির পর বদলী বেঞ্চে চলে যান র্যামোস। বাম হাঁটুতে আঘাত পেয়েই মাঠ ছেড়েছিলেন এই সেন্টার-ব্যাক। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই তাকে হাঁটুতে বরফ লাগাতে দেখা গেছে। বিভিন্ন পরীক্ষার পর মাদ্রিদ নিশ্চিত করেছে রামোস বড় ধরনের কোন ইনজুরিতে ভুগছেন না। এ নিয়ে ক্লাবের মেডিকেল দলও স্বস্তি প্রকাশ করেছে। একইসঙ্গে তারা নিশ্চিত করেছেন মরশুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামার পথে রামোসের আর কোন বাঁধা থাকলো না।
একটি মন্তব্য পোস্ট করুন