পুবের কলম প্রতিরেদকঃ বেসরকারি স্কুলের ২০ শতাংশ ফি মকুবের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে একাধিক স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, বেসরকারি স্কুলে টিউশন এবং নন-অ্যাকাডেমিক ফি মকুব অর্থাৎ ছাড় দেওয়ার দাবি জানিয়ে শতাধিক স্কুলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন অভিভাবকদের একাংশ। মঙ্গলবারের রায়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে ২০ শতাংশ করে ফি কমাতে হবে।
তবে যাঁরা ইতিমধ্যেই টাকা পরিশোধ করেছেন, তাঁরা টাকা ফেরত পাবেন না। অভিযোগ, করোনা পরিস্থিতিতে সব স্কুলেই পঠন-পাঠন হচ্ছে না অথচ বাসভাড়া, কম্পিউটার চার্জ, ল্যাবরেটরি ফি, অ্যাসাইনমেন্ট ফি, বিদ্যুৎ ইত্যাদি চার্জ করছে। এমন নন-অ্যাকাডেমিক ফি যাতে না নেওয়া হয়, সে কথাও বলেছে আদালত। সেন্ট্রাল মডার্ণ স্কুলের প্রিন্সিপাল নবারুণ দে জানান, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছে, তাতে বেসরকারি স্কুল পরিচালনার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে কর্তৃপক্ষদের। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন