আর সি বি'র অফিসিয়াল ওয়েবসাইতে কাটিচ বলেন, "প্রতিটা ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় খুব ' ক্লোজ কনটেস্ট' হচ্ছে। নিজেদের দিনে প্রতিটা দলই, বিপক্ষকে হারানোর ক্ষমতা ধরে। আমরা কঠোর পরিশ্রম করে, যে ভাবে খেলে চলেছি, সেই ধারাটা বজায় রাখতে চাই। আর এই মুহূর্তে দল যে জায়গায় রয়েছে, তাতে আমাদের খেলোয়াড়েরা সন্তুষ্ট নয়। এখনো পর্যন্ত আমরা কোনও কিছু অর্জন করিনি। পরের পর্বের জন্যে যোগ্যতাও অর্জন করতে পারিনি। এখন আমাদের কাজ, গড়ে ওঠা আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা।" এরই পাশাপাশি আর সি বি'র ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসেন জানিয়েছেন, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের রাস সব সময় নিজেদের হাতেই রাখতে চান।
একটি মন্তব্য পোস্ট করুন