পুবের কলম প্রতিবেদক: দক্ষিণ কলকাতার কসবার ১৫৭এইচ/১ সুইনহো লেনে নিজের বাড়িতে আত্মহত্যা করলেন সুভাষ দাস (৪০) নামে ভারতীয় সেনার এক জওয়ান। সোমবার গভীর রাতের ঘটনাটিতে স্তম্ভিত প্রতিবেশী ও পরিজনরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সুভাষ দাস রাজপুত রেজিমেন্টের জওয়ান। বর্তমানে তিনি তমলুক এনসিসিতে যুক্ত ছিলেন। ওই জওয়ান বেশিরভাগ সময়েই মদ্যপ অবস্থায় থাকতেন। মাঝেমধ্যে অহেতুক চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরাও অনেকে বিরক্ত হতেন। তা নিয়ে প্রতিবাদও জানিয়েছেন প্রতিবেশীরা। এমনকী মদ্যপানের জন্য জওয়ানের দাম্পত্য জীবনেও অশান্তি ছিল। এ দিকে এই জওয়ানের মৃত্যুর পর তাঁর রেজিমেন্টে খবর দেওয়া হয়। জওয়ানের মৃত্যুর পিছনে অন্য কোনও অস্বাভাবিক কারণ আছে কি না, তা দেখছে কসবা থানা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন