পুবের কলম প্রতিবেদক: আইপিএল মরশুম শুরু হতেই ফের শহরে বেটিংচক্রের দাপাদাপি। তবে কলকাতা পুলিশের নজরদারিতে ফাঁদে পড়েছে ওই চক্রের তিন সদস্য। পুলিশ তাঁদের কাছ থেকে উদ্ধার করেছে নগদ সাত লক্ষ বাহান্ন হাজার টাকা। বেশ কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত রবিবার মুম্বই ও দিল্লির ম্যাচ নিয়ে কলকাতা পোর্ট এলাকার গার্ডেনরিচে বেটিং চালাচ্ছিল ধৃত তিন অসাধু ব্যবসায়ী।
সেই সময়েই গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং অভিযুক্তরা জালে পড়ে। এদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ফি বছর ক্রিকেট ম্যাচ শুরু হলেই এ ধরনের বেটিং চক্র সক্রিয় হয়ে ওঠে। রুটিনমাফিক পুলিশও অসাধু কারবারিদের ছক বানচাল করার পরও পুরোপুরি নির্মূল হয় না এ ধরনের চক্রের কার্যকলাপ।
একটি মন্তব্য পোস্ট করুন