অপরাজিতা জােয়ারদার, রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে ভার্চুয়াল সভার মাধ্যমে বুধবার উত্তর দিনাজপুরের সাতটি পুজো মন্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসবেও বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। করোনার জেরে ব্যবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত, কাজ হারিয়ে বিপাকে বহু মানুষ। এই পরিস্থিতিতে দুর্গা পুজো আয়োজনে যথেষ্ট বেগ পেতে হত পুজো উদ্যোক্তাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি লিপিবদ্ধ পুজো কমিটি গুলিকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘােষণ করেন।
পুলিশ প্রশাসনের ইতিমধ্যেই সেই অর্থ তুলে দিয়েছে পুজো কমিটিগুলিকে। বুধবার বিকেলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল উদ্বোধন করা হল উত্তর দিনাজপুরের আকর্ষণীয় ও নজরকাড়া সাতটি পুজো মণ্ডপের। এই পুজো মণ্ডপ গুলি হল রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব, অমর সুব্রত, রবীন্দ্র ইনস্টিটিউশন, কালিয়াগঞ্জের শেঠকলোনীর ঐক্যসম্মেলনী ক্লাব, দক্ষিণ আখানগরের ইয়ং এথলেটিক ক্লাব, ইসলামপুরের আদর্শ সংঘ ও কমলা মেমোরিয়াল ক্লাব। এদিন জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন পূজা কমিটির মাঠে। জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, নয়ন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন