ইনামুল হক, বসিরহাট: বসিরহাটের ৭৫ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাব প্রান্তিকের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উই দ্য গ্রিন ক্লাবের পুজোরও উদ্বোধন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বসিরহাট কলেজ পাড়ার প্রান্তিক ক্লাব মাঠে ভার্চুয়াল পুজো উদ্বোধনের সময় মন্ডপ প্রাঙ্গণে হাজির ছিলেন ক্লাব সম্পাদক সুরজিৎ মিত্র বাদল, সভাপতি মিহির চ্যাটার্জী,বসিরহাট পৌরসভার প্রশাসক তপন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ বহু ক্লাব সদস্য ও মহিলারা।
মুখ্যমন্ত্রীর মুখে ক্লাবের নাম ঘোষণা উদ্বোধন হতেই শঙ্খ ও উলুধ্বনি এবং ঢাকের বাজনার সাথে উৎসবে মাতল প্রান্তিক ক্লাবের মহিলা থেকে পুরুষরা। পাশাপাশি উই দ্যা গ্রীন পুজোর উদ্বোধনে ছিলেন পুলিশ সুপার কংকর প্রসাদ বাডূই, বসিরহাট মহকুমার শাসক বিবেক ভাস্মে, বিধায়ক দীপেন্দু বিশ্বাসসহ ক্লাব সদস্যরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে টাকি। এখানে ইছামতি নদীতে দুই বাংলার দূর্গা পূজার বিসর্জন বহু প্রাচীনকাল থেকে ইতিহাস বহন করে চলেছে। পাশাপাশি বসিরহাটের বিখ্যাত কাঁচাগোল্লার সুনাম রয়েছে। মুখ্যমন্ত্রী আবেগঘন ভাষায় বলেন আম্ফানের সময় বসিরহাট কলেজ মাঠে এসেছিলাম। তখন এখানকার মহিলারা উলুধ্বনি দিয়ে আমাকে সম্বর্ধনা জানিয়েছিলেন। তবে বসিরহাটের কাঁচাগোল্লার কথা মুখ্যমন্ত্রীর মুখে বারবার শোনা যায় ।
একটি মন্তব্য পোস্ট করুন