মস্কো, ১৫ অক্টোবর: সমুদ্র সৈকতে পড়ে রয়েছে হাজার হাজার মৃত প্রাণী। এদের মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, কাঁকড়া, অক্টোপাস, সিল-সহ আরও অনেক নাম না জানা প্রাণী। রাশিয়ার প্রশান্ত মহাসাগরের আভাচা উপসাগরে এই বিরাট প্রাকৃতিক বিপর্যয় দেখে স্তম্ভিত বিজ্ঞানীমহল। গত কয়েক দিন ধরেই সমুদ্র তীরবর্তী উপকূলে এসে ভিড়ছে রাশি রাশি মৃতদেহ। আশঙ্কা করা হচ্ছে, আভাচা উপসাগরের ৯৫ শতাংশ প্রাণীরই মৃত্যু হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, জলের তলার একটি বিশেষ এলাকার বাস্তুতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এই ঘটনাকে রাশিয়ার সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি বলেই উল্লেখ করছেন অনেকে।
কিন্তু, এত সংখ্যায় সামুদ্রিক প্রাণীর মৃত্যু কি কারণ? দ্য মস্কো টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, কিছু বিজ্ঞানী এই মৃত্যুমিছিলের জন্য দূষণকে দায়ী করেছেন। আবার কিছু বিজ্ঞানী সমুদ্রের আভ্যন্তরে আগ্নেয়গিরির বিস্ফোরণের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না। তবে ইতিমধ্যে ঘটনা তদন্তে একটি দল গঠন করা হয়েছে। স্থানীয় মৎস্যজীবী ও সার্ফাররা জানিয়েছেন, জলে একপ্রকার কীটনাশকের গন্ধ পেয়েছেন তারা। অনেকে সার্ফিং করতে এসে বমি, গলায় ব্যথা ও চোখে জ্বালা নিয়ে বাড়ি ফিরেছেন। এরপর সেখানকার জল পরীক্ষার পর পেট্রোলিয়াম জাতীয় তরল পদার্থের উপস্থিতি মিলেছে। স্থানীয়রা জানাচ্ছেন, বিগত কয়েকদিন ধরেই সৈকত উপচে উঠেছে মৃত প্রাণীতে।
একটি মন্তব্য পোস্ট করুন