দেবশ্রী মজুমদার, মল্লারপুর: যুগলের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত তালোয়া গ্রামে। প্রশাসন সূত্রে জানা গেছে, মৃত যুগলের নাম শুভ বাউড়ি (১৮) ও সুমিত্রা বায়েন (১৭)। জানা গেছে, এই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে ভালোবাসা ছিল। ইতিমধ্যে মেয়েটির বিয়ে ঠিক হয় পারকাঁটা গ্রামে। অগ্রহায়ণ মাসে বিয়ের ঠিক হয়। পুজো উপলক্ষে সোমবার পাত্র নতুন কনের জন্য কাপড়চোপড় দিতে আসে। কথাবার্তাও হয় দুজনে। তারপর রাতের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, মেয়েটি তাদের প্রেমের খবর বাড়িতে জানাতে পারেনি। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দ্বারকা নদের ধারে এক গাছের ডালে তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে, আত্মহত্যার আগে দুজনে সিঁদুর দান পর্বের মাধ্যমে বিয়ে করে বলে জানা গেছে। এদিকে বিয়ের সমস্ত বায়না হয়ে গেছিল। শোকে পাথর পরিবার বিয়ের ব্যাপারে কিছু বলতে চায় নি।
একটি মন্তব্য পোস্ট করুন