শ্রীনগর, ২০ অক্টোবরঃ সোমবার জম্মু-কাশ্মীরের প্রথম সারির সংবাদপত্র ‘কাশ্মীর টাইমস’-এর দফতর সিল করল জম্মু-কাশ্মীর প্রশাসন। ‘কাশ্মীর টাইমসে’র অফিস ছিল সরকারের বন্টন করা এনক্লেভ বিল্ডিংয়ে। পত্রিকার মালিকের দাবি, ‘কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই দফতর খালি করা হয়েছে। এমনকী অফিস খালি করার কারণও আমাদের জানানো হয়নি।’
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার পর মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এইসময় পত্রিকার সম্পাদক, অনুরাধা ভসীন খোলাখুলিভাবে সরকারের এই নীতির সমালোচনায় মুখর হন। এমনকী তিনি সরকারের এই নীতির বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থও হন। এরপর সুপ্রিমকোর্ট সরকারকে নির্দেশ দেয় নিষেধাজ্ঞার উপর সমীক্ষা চালানোর জন্য। প্রতিশোধস্পৃহা থেকেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বলে মনে করছেন, রাজনৈতিক মহলের কেউ কেউ। ভসীন বলেন, ‘সরকারি নোটিশে আমাকে জানানো হয়, আমার অফিস খালি করা হতে পারে। কিন্তু এস্টেট বিভাগ এরপর আমার সঙ্গে কোনও কথাবার্তা বলেনি। এরপর আমি কোর্টের দ্বারস্থ হই। কিন্তু কোর্টও এ ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি।’
এস্টেট বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ আসলাম বলেন, ওই সংবাদপত্র সরকারি এনক্লেভের দুটি কোয়ার্টার দখল করে ছিল। একটি কোয়ার্টার আগেই খালি করানো হয়েছিল। উনি বলেন, সরকার বর্তমান পত্রিকার সম্পাদক অনুরাধা ভসীনের বাবা বেদ ভসীনকে বণ্টন করেছিল, যিনি সেই সময় সংবাদপত্রের সম্পাদক ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন