পুবের কলম প্রতিবেদক: আইপিএলের দল সান রইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার দলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানের অভাব অনুভব করছেন। মঙ্গলবার রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পরে এমনটাই জানালেন তিনি।
ওই ম্যাচের পরে ওয়ার্নার বলেন, " আজকের ম্যাচে পিচ স্লো ছিল। আমার মনে হয়, দলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানের দরকার ছিল। আমরা ম্যাচ শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চেয় ছিলাম। কিন্তু সেটা খুব একটা সহজ ছিল না। আমাদের কয়েকটা দিকে উন্নতি করতে হবে।"
ওই ম্যাচে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ১৬৭ রান করে। নিজেদের টার্গেট নিয়ে ওয়ার্নার বলেন, " এই উইকেটে ১৬০ পর্যন্ত ঠিক আছে, তার ওপরে রান তাড়া করা কিছুটা মুশকিল ছিল। তার ওপরে সুইং ডেলিভারি খেলতে বেশ অসুবিধা হচ্ছিল। যাই হোক, নিজেদের ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে জয়ে ফেরাটাই আমাদের লক্ষ্য।"
একটি মন্তব্য পোস্ট করুন