অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতী কে গ্রেফতার করল চাকুলিয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে স্থানীয় বালি গুড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই দুস্কৃতির বাড়ি গোয়ালপোখরের বালুগাঁও এলাকায়। চারজন একটি বাইকে চেপে এসেছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা তারা কোনো অসৎ উদ্দেশ্যে এসেছিল তারা। তাদের দেখে সন্দেহ হতেই দুইজনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। জানা গেছে ধৃত দুই যুবকের নাম ফজরুল হক ও তণবীর আলম। অন্য দুই দুষ্কৃতী ঘটনাস্থল থেকে সুযোগ পেয়ে চম্পট দেয়।
একটি মন্তব্য পোস্ট করুন