নভেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে এদিন দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে তারা। টেস্ট দলে জায়গা হারিয়েছেন ওপেনার শাই হোপ। একই সঙ্গে টি-২০ দলে সুযোগ হয়নি হার্ড-হিটার আন্দ্রে রাসেল, লেন্ডন সিমন্স ও এভিন লুইসের। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খারাপ পারফরমেন্স ছিল হোপের।
৩ ম্যাচের ৬ ইনিংসে মাত্র ১০৫ রান করেছেন তিনি। দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো, কিমো পল ও শিমরন হেটমায়ার। ২০১৩ সালে নিউজিল্যান্ডের সফরে ডানেডিন টেস্টে ক্যারিয়ারের সর্বোচ্চ ২১৮ রান করেন ব্রাভো। ব্রাভো-পল-হেটমায়ার দলে থাকায়, ব্যাটিং শক্তি গভীর হয়েছে।আগামী ২৭ নভেম্বর অকল্যান্ডে হবে প্রথম টি-২০। এরপর ২৯ এবং ৩০ নভেম্বর মাউন্ট মঙ্গানুইতে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। এরপর ৩ ডিসেম্বর থেকে হ্যামিল্টনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
একটি মন্তব্য পোস্ট করুন