একের পর এক আন্তর্জাতিক সিরিজ স্থগিত হয়েছে করোনা ভাইরাসের কারণে।একইভাবে এবার স্থগিত হল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল যুব এশিয়া কাপ। করোনা পরিস্থিতির কারণে আপাতত সেই প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল স্থগিত করেছে যুব এশিয়া কাপ। সুবিধাজনক সময়ে সামনের বছরে অনূর্ধ্ব-১৯ দলের প্রতিযোগিতাটি আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।
আট দল নিয়ে আগামী মাসের ১৮ তারিখে শুরু হওয়ার কথা ছিল যুব এশিয়া কাপ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আরব আমিরশাহী সরাসরি খেলতো প্রতিযোগিতাটিতে। অন্যদিকে, কোয়ালিফাই করে আরও দুটি দল মিলে মোট ৮ দলের টুর্নামেন্ট যুব এশিয়া কাপ। পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর সুবিধাজনক সময়ে ছোটদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে গড়াবে।
একটি মন্তব্য পোস্ট করুন