পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গোৎসবের আগে শেষ রবিবারও ক্রেতার অভাবে শহরের বাজারগুলোতে। করোনা আবহে শেষ বেলাতেও বিক্রেতাদের মুখের হাসি চওড়া হল না।বেচা-কেনার অভাবে ব্যবসায়ীদের থাকতে হল ম্লান মুখেই। তা সে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট হোক বা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজার কিংবা হাতিবাগান বা শ্যামবাজার সর্বত্রই একই ছবি। তবে লকডাউনের কারণে বাজারগুলো যেভাবে ঝিমিয়ে পড়েছিল– যেভাবে কেনাকাটা তলানিতে এসে ঠেকেছিল– পুজো উপলক্ষ্যে তার থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। মুখরক্ষা হয়েছে কিছুটা।
গত প্রায় দু’সপ্তাহ ধরে মানুষ শহরের বাজারহাটে ভিড় জমিয়েছে এবং টুকটাক কিছু কেনাকাটা করেছেন। এই রবিবার একে ছুটির দিন। তার ওপর পুজোর আগে শেষ রবিবার তাই বেশিরভাগ মানুষই কমবেশি কিছু কেনাকাটি করতে বাজারে ভিড় করে। কিন্তু ভিড় বেশি হলেও কেনাকাটার বাজার কিন্তু সেভাবে চাঙ্গা হল না। ক্রেতাদের সঙ্গে কথা বলে এটুকু বোঝা গেল– এবার নমো নমো করে দুর্গোৎসব কাটানোর চেষ্টা সকলেরই। তাই স্বাভাবিকভাবেই কেনাকাটাতেও ভাটা পড়েছে। কিন্তু মানুষের এমন মনোভাবে কিছুটা হলেও বিপাকে পড়েছেন বিক্রেতারা। আর সেই কারণেই পুজোর শেষ রবিবারও বাজার জমজমাট হয়নি। একইসঙ্গে তুলনামূলক কম ভিড় হয়েছে অন্যান্যবারের তুলনায়।
একটি মন্তব্য পোস্ট করুন