পুবের কলম ওয়েব ডেস্ক: ক্রমেই অবস্থার উন্নতি হচ্ছে কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এখনও তিনি শহরের নামী হাসপাতাল বেলভিউয়ে চিকিৎসাধীন। তবে আগের তুলনায় ভালো আছেন তিনি। তাঁকে লিকুউট খাবারও দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, কাছের মানুষদের চিনতে পারছেন তিনি। সামান্য কথাও বলেছেন। এই মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সমান্য পটাশিয়ামের ঘাটতি রয়েছে। সিরিঞ্জের সাহায্যে তা তাঁর শরীরে দেওয়া হচ্ছে। একথাও সত্যি কোভিড নেগেটিভ আসার পর থেকেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বাংলা ছবির এই বর্ষীয়ান অভিনেতা।
একটি মন্তব্য পোস্ট করুন