পুবের কলম ওয়েব ডেস্ক: মদন ঘোড়ুইয়ের পুলিশী হেফাজতে মৃত্যু নিয়ে এবার সবর হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার তিনি এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন । চিঠিতে লেখা হয়েছে "রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে এমনিতে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তারপর একের পর এই ধরনের নির্মম ঘটনা সেই ক্ষোভ আরও বাড়াচ্ছে। সবচেয়ে বড় কথা ৮ ই অক্টোবর বলবিন্দর সিং-এর ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তা রাজ্যের বিরুদ্ধে গিয়েছে। এবং তিনি প্রতিবাদের পোস্টারবয় হয়ে উঠেছেন।"
উল্লেখ্য, এদিন তিন পাতার চিঠি লেখেন রাজ্যপাল। আর তার প্রতিটি পদেই রয়েছে রাজ্যের জন্য চোখা চোখা প্রশ্নবাণ। এখন দেখার রাজ্যপালের এই আক্রমণের উত্তরে কি বলে রাজ্য সরকার।
একটি মন্তব্য পোস্ট করুন