ইনামুল হক, বসিরহাটঃ স্বরূপনগরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা করে আসার ২৪ ঘণ্টার মধ্যেই বড়োসড়ো ভাঙ্গন বিজেপিতে। এখানকার প্রায় দুশো জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলো । স্বরূপনগর ব্লকের তেঁতুলিয়া বনগাঁ লোকসভার মধ্যে পড়ে। এখানে বহু মতুয়া সম্প্রদায়ের বাস। মতুয়া সম্প্রদায়ের মহিলা পুরুষ ডঙ্গা, নিশান নিয়ে শনিবার তৃনমূলে যোগদান করেন।
এদিন বিকেলে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর তথা জেলা পরিষদের পুর্তের কর্মাাধ্যক্ষ নারায়ন গোস্বামী, তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর, সঙ্গীতা কর, তৃণমূল নেতা আবুল কালাম আজাদ, সঞ্জীব পাল, দুলাল ভট্টাচার্জরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।এদিন মতূয়া সম্প্রদায়ের মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। মতুয়া সম্প্রদায়ের দাবি, একদিকে তাদের পাঠানো জল, মাটি নিয়ে অযোধ্যার ভূমি পুজোর দিন প্রবেশ করতে দেওয়া হয়নি। মতুয়া সম্প্রদায়কে অপমান করা হয়েছে।
অন্যদিকে নাগরিকত্বের দাবিতে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর যে কথা দিয়েছিলেন। সেই কথা রাখেনি। তাই বিজেপির এই মিথ্যে প্রতিশ্রুতি, অন্যদিকে ঠাকুরবাড়ির জল-মাটি অযোধ্যায় না দিতে পারায় অপমানিত হয়ে আজ আমরা তৃণমূলে যোগদান করলাম। স্বরূপনগরের মতুয়া সম্প্রদায়ের নেতা গোপাল বিশ্বাস বলেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন। আমাদের মোহভঙ্গ হয়েছে। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। নারায়ন গোস্বামী বলেন, আমরা স্বরূপনগর বিধানসভায় প্রায় ৫০ হাজার ভোটে জেতার ব্যবধানকে আরো বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যাযের হাতকে শক্ত করব।
একটি মন্তব্য পোস্ট করুন