দেবশ্রী মজুমদার, রামপুরহাট : ৫ম জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে এক কর্মশালার আয়োজন করে রামপুরহাট স্বাস্থ্যজেলা কর্তৃপক্ষ। তাদের উদ্যোগে বৃহস্পতিবার একটি রিসর্টের সভাকক্ষে আয়ূষ বিভাগ আয়োজিত এক কর্মশালায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্যজেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ রবীন্দ্রনাথ প্রধান, আয়োজক বিভাগের কর্তা, কমিউনিটি হেলথ অফিসার ও স্বাস্থ্যকর্মীরা প্রমুখ। সেখানে বিভিন্ন গাছগাছালি প্রদর্শনের পাশাপাশি তাদের উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্তারা। পরে প্রদর্শিত হয় প্রাণায়াম।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, আয়ুর্বেদের চাহিদা রয়েছে। ডায়াবিটিস, হাইপারটেনশন, স্ট্রোকের মতো নন-কমিউনিকেবল ডিজিজ় নিয়ন্ত্রণে যোগাব্যায়াম উপকারী। তার জন্য এই কর্মশালার আয়োজন করা হয় এদিন।
একটি মন্তব্য পোস্ট করুন