দেবশ্রী মজুমদার, মুরারই,২৫ নভেম্বর: পুরানো গ্রাম্য বিবাদের জেরে ইঁটের আঘাতে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার ডুমুর গ্রামপঞ্চায়েতের মলয়পুর গ্রামে। মৃতার নাম মনিজা বিবি ( ৬৫)।
এলাকাসূত্রে জানা গেছে, কাজল শেখ নামে এক যুবক মদ্যপ অবস্থায় কয়েক মাস আগে বচসায় জড়িয়ে পড়ে একই গ্রামের বাসিন্দা মান্নার শেখের পরিবারের সাথে। গ্রাম্য মিমাংসায় তখনকার মতো বিবাদ মিটে গেলেও,ফের গতকাল ঝামেলা বাদে। মৃতার ছেলে আসাদুল সেখ জানান, সামান্য কারণে ফের কাজল সেখ আমার মায়ের উপর চড়াও হয়। আমরা ছেলেরা বাড়িতে ছিলাম না। অভাবী মানুষ। পরের জমিতে ধান কাটতে গেছিলাম। আমার ছোট ছেলে কাজল সেখের ভাগ্নিকে ঢুলি বলেছিল। সেই কথা জানতে পেরে, কাজল সেখ আমার ছোট ছেলেকে মারতে এলে, মা তাকে আঁটকাতে যায়। তখন মাকে ইঁটের আঘাতে মেরে ফেলে কাজল সেখ। ইঁটের আঘাত লাগে মনিজা বিবির বুকে। মঙ্গলবার সন্ধ্যায় বুকে আঘাত নিয়ে মুরারই প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মনিজা বিবির মৃত্যু হয়।
একটি মন্তব্য পোস্ট করুন